আইনের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করা যায় না : দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আইন তার স্বাভাবিক গতিতে চলবে। আমাদের দেশে আইনের শাসন বিদ্যমান। তাই আইনের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করা যায় না। তার (এমপি বদি) বিরুদ্ধে স্বাভাবিকভাবে অাপিল করা হয়েছে।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমের সম্প্রসারণ ও গতিশীলতা আনতে দুদক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে পারস্পরিক সহযোগিতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সমঝোতা স্মারকে দুদকের পক্ষে কমিশনের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন এবং বাংলাদেশ স্কাউটসের পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আরশাদুল মোকাদ্দিস স্বাক্ষর করেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদক এবং বাংলাদেশ স্কাউটসের উদ্দেশ্য অভিন্ন। আমরা চাই পরবর্তী প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। এ জন্য স্কাউটস ভালো মানুষ তৈরির জন্য উত্তম চর্চা করে যাচ্ছে, যার সঙ্গে কমিশনও সম্পৃক্ত হতে চায়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্যই দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে। দুর্নীতিকে রোধ করা, হ্রাস করা কিংবা নির্মূল করা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ও সাবেক সচিব আব্দুস সালাম খান, দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী, নুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর