২ হাজার যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চ আটকা
ফাইল ফোটো
ভোলা ও বরিশাল সীমান্তবর্তী কালীগঞ্জ এলাকায় মেঘনার মাঝনদীতে ইঞ্জিন বিকল হয়ে দুই হাজার যাত্রী নিয়ে এম ভি সোনারগাঁও নামে একটি লঞ্চ আটকা পড়ে আছে।
যাত্রীদের বরাত দিয়ে ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ বশির আহমেদ জানান, চট্টগ্রাম থেকে দুই হাজার যাত্রী নিয়ে এম ভি সোনারগাঁও নামে একটি লঞ্চ চরমোনাইপীরের মাহফিলের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ এলাকায় আসার পর লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেলে দুই হাজার যাত্রী আটকা পড়ে।
তিনি জানান, যাত্রীদের উদ্ধারের জন্য বরিশাল পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বশির আহমেদ জানান, আপাতত লঞ্চটিকে নোঙর করে রাখা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এসআরজে/
সর্বশেষ - জাতীয়
- ১ বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ
- ২ মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চালানো হবে: চসিক মেয়র
- ৩ অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, ১২ লাখ টাকা জরিমানা
- ৪ যাত্রীর ১৬ হাজার ডলারসহ পাওয়া ব্যাগ ফেরত দিলেন পরিচ্ছন্নতাকর্মী
- ৫ এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন