ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোল্লা মাসুদসহ পলাতক সন্ত্রাসীদের ফিরিয়ে আনা হবে

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৬ মার্চ ২০১৫

ভারতে গ্রেফতার হওয়া ঢাকার শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ পলাতক সন্ত্রাসী ও অপরাধীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, মোল্লা মাসুদকে দেশে ফিরিয়ে আনার জন্য পুলিশ সদর দফতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে।

ভারতের সাথে অপরাধী বিনিময় চুক্তি ও আইন অনুযায়ী মোল্লা মাসুদকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে গত রোববার গ্রেফতার করে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি।

পুলিশ সদরদফতরের তথ্যানুযায়ী- হত্যা, নির্যাতন ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের এক ডজন মামলার অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি তিনি। ২০০১ সালে সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছি তাদের মধ্যেও মাসুদ অন্যতম। ঘোষণার পর পর মাসুদ ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

ইন্টারপোল নয়া দিল্লি, ইন্ডিয়া নিশ্চিত করেছে- পুলিশ কর্তৃক গত ৮ ফেব্রুয়ারি ব্যারাকপুর থানায় দায়ের করা মামলায় (০৯/২০১৫, ধারা- ১৪) ফরেনার্স অ্যাক্ট মর্মে মাসুদকে গ্রেফতার করা হয়েছে।

জেইউ/আরএস/আরআই