ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৭ মার্চ ২০১৫

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকের ধাক্কায় আলামিন হোসেন (৩০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের কনস্টেবল শাহজাহান মিয়া (৪০)।

মঙ্গলবার ভোররাত ৩টার দিকে খিলক্ষেত বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। শাহজাহান মিয়াহাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নাতদন্তের জন্য আলামিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিএ/আরআইপি