রাজধানীতে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর উত্তরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে আদনান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদনান উত্তরা ১২ নম্বর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো এবং স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণিতে পড়াশুনা করতো। সন্ধ্যায় ১৭ নম্বর রোডে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর