ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যশোর-খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৭ মার্চ ২০১৫

অবশেষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ৯ টায় স্বাভাবিক হয়েছে খুলনা-যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। যশোর রেলজংশনের সহকারী মাস্টার সাইদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, যশোর সদর উপজেলার সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনা ও যশোরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিটি সরিয়ে যোগাযোগ আবার চালু করা হয়েছে।

যশোর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, দুপুরের পর মালবাহী ট্রেনটি খুলনা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসে। বিকেল চারটা দশ মিনিটে ট্রেনটি সিঙ্গিয়া রেলস্টেশনের এক নম্বর লাইন থেকে দুইন নম্বর লাইনে যাওয়ার সময় দশ নম্বর পয়েন্টের কাছে একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি জানান, বগি লাইনচ্যুতির ফলে ট্রেনটির বাকি বগিগুলো যশোর-খুলনা মহাসড়কের রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে যায়। এতে যশোর-খুলনা মহাসড়কের যানচলাচলও বন্ধ হয়ে যায়। বগি সরানোর পর প্রায় এক ঘণ্টা বাদে যশোর-খুলনা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

এ নিয়ে গত দুই মাসে কাছাকাছি স্থানে তিনবার ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটলো। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ প্রায় একই স্থানে দুই দফা বগি লাইনচ্যুত হয়।

এসআরজে