ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আবারো রিমান্ডে ফারাবী

প্রকাশিত: ০২:০২ পিএম, ২০ মার্চ ২০১৫

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার শাফিউর রহমান ফারাবীর ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

এর আগে দুপুরে ফারাবীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফারাবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় ১৪ মার্চ  ৫ দিন, ৩ মার্চ ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। গত ২ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব।

এএইচ/পিআর