ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মুসল্লিদের ‘খেদমতে’ অযুর পানি-সরবত

প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে ছুটে আসছেন  ধর্মপ্রাণ মুসল্লিরা। আর তাদের সেবায় এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। কেউ মুসল্লিদের অযুর পানির ব্যবস্থা করছেন, কেউ সরবত খাওয়াচ্ছেন, কেউ ব্যবসা  করেছেন খাওয়ার পানির। বিনামূল্যে এসব সেবার মাধ্যমে নেকি অর্জন করতে চান বলে জানিয়েছেন তারা।

আজ রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

PhotoGallery

সকালে উত্তরা বেড়িবাধ স্লুইসগেট এলাকায় এসে দেখা যায়, ছোট ছোট বাচ্চারা পানি ও বদনা নিয়ে দাঁড়িয়ে আছে। যে কেউ অজু করতে চাইলে করতে পারবে। এদের সঙ্গে আছেন আফিল উদ্দীন নামে মধ্যবয়সী এক ব্যক্তি। তিনি ওই এলাকাতেই বসবাস করেন ও তাবলিগ জামাতের সঙ্গে জড়িত।

আফিল উদ্দীন জানান, আল্লার রাস্তায় যারা এসেছেন, তাদের খেদমত করা সৌভাগ্যের বিষয়।

October

কিছুটা এগোলেই দেখা যায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁবু করা হয়েছে। তাতে লেখা রয়েছে, বিশ্ব ইজতেমা সফল হোক। আর মাইক দিয়ে ডাকা হচ্ছে, আর বলা হচ্ছে আসুন সরবত খেয়ে যান।  

কেউ কেউ আবার এসব কাজ করছেন টাকার বিনিময়েও। অজু করতে ৫ টাকা, প্রস্রাব বা পায়খানা করতে ৫-১০ টাকা করে নিচ্ছেন তারা।

oju

প্রতিবছর বিশেষ তাত্পর্যপূর্ণ এ মোনাজাতে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নেন বলে ইজতেমার আয়োজকরা জানিয়েছেন। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। তাবলিগ জামাতের ভারতের দিল্লি মারকাজের শূরা সদস্য ভারতের হযরত মাওলানা সা’দ হেদায়েতি বয়ান করবেন। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে তাদেরই আখেরি মোনাজাত পরিচালনার কথা রয়েছে।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত।  

এমএ/এমএইচএম/এনএফ/এমএস

আরও পড়ুন