ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্দোলনে নামছে ১১ শিক্ষক সংগঠন

প্রকাশিত: ০৬:০৮ এএম, ২২ মার্চ ২০১৫

নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ ২১ দফা দাবিতে আন্দোলনে নামবে ১১টি শিক্ষক সংগঠন। শনিবার এক সভায় সরকারপন্থী শিক্ষক সংগঠনের মোর্চা জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট এ সিদ্ধান্ত নেয়। এতে একই সঙ্গে দাবি আদায়ে অধ্যক্ষ আসাদুল হককে আহ্বায়ক করে একটি সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান্তও হয়।

শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও মহিলা কলেজ মিলনায়তনে দেশের বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১১টি সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম এ জোটের প্রতিনিধি সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব এসএমএ জলিল, কারিগরি কলেজ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব এম আরজু, ফ্রন্টের জাতীয় কমিটির নেতা উপাধ্যক্ষ আবদুর রব মিঞাসহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা।

এ ছাড়া সভায় হরতাল ও অবরোধের নামে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অন্য দাবিগুলো হচ্ছে যোগ্যতার শর্ত পূরণকারীদের এমপিও প্রদান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ পেনসন, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি ও তার সদ্ব্যবহার, প্রচলিত পাবলিক পরীক্ষার উপযোগিতা নিরূপণ ও যুগোপযোগী সংস্কার, প্রাথমিক পরবর্তী শিক্ষা সুনির্দিষ্ট পরিকল্পনাধীনে বিন্যস্তকরণ/জাতীয়করণ এবং শিক্ষার্থী ও শিক্ষক উন্নয়ন কর্মসূচি গ্রহণ ইত্যাদি।

বিএ/এমএস