ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রতি উপজেলায় মডেল মসজিদ হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৮ এএম, ২২ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য মসজিদের নকশার তৈরিরও কাজ চলছে।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের বর্ষপূর্তির অনুষ্ঠানে এক আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এই মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে। মানুষ মারা গেলে তার জন্য দাফন-কাফনের ব্যবস্থা থাকবে। এখানে মসজিদভিত্তিক শিক্ষাব্যবস্থা থাকবে। আর হজ্জযাত্রীদের প্রাথমিকভাবে এখান থেকে বিভিন্ন ধরনের তথ্যসেবা দেয়া হবে।  

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার মসজিদভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছে। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এর মাধ্যমে সবাই যার যার ধর্মীয় শিক্ষার সঠিক জ্ঞান লাভ করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদ বিশ্বাস করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো জায়গা নেই। কিন্তু বিএনপি কী করে? তার জঙ্গিবাদ সৃষ্টি করে। পুড়িয়ে মানুষ মারে। তারা আমকেে হত্যা করতে চেয়েছিল। সেজন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল।

ভূমি অফিসে আগুন দিয়ে কাগজপত্র পুড়িয়ে ফেলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি গোয়েন্দা সংস্থাকে বলেছি যে করেই হোক যারা ভূমি অফিসে আগুন দিয়ে জরুরি দলিল পোড়াচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের সকল জমি বাজেয়াপ্ত করা হবে। তারা কোনো জমির মালিক থাকতে পারবে না এবং ওই এলাকায় তারা থাকতে পারবে না।

বিএ/এমএস/আরআইপি