ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লি কুয়ানের শেষকৃত্যে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:১৭ এএম, ২৬ মার্চ ২০১৫

আধুনিক সিঙ্গাপুরের রূপকার এবং দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইয়্যুর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লি কুয়ানের শেষকৃত্যানুষ্ঠান শেষে শুক্রবার রাতে দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার ভোরে ৯১ বছর বয়সে মারা যান লি কুয়ান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে আলাদা বার্তা পাঠিয়ে লি কুয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বিএ/এমএস