জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’ এ শ্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ উপলক্ষে জাটকা রক্ষা ও ইলিশ সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্ট সবার মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাটকা আহরণকারী জেলেদের বিকল্প কর্মসংস্থান ও ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়ায় এবং গণসচেতনতা সৃষ্টির সমন্বিত কার্যক্রম পরিচালনা করায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। গত ২০১৩-১৪ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৩ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সপ্তাহ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মতবিনিময় সভা, কর্মশালাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, জাটকা আহরণকারী প্রায় ৩২ হাজার অতিদরিদ্র জেলের বিকল্প কর্মসংস্থানের জন্য দেশের সমুদ্র ও নদী তীরবর্তী ১২টি জেলার ৫১টি উপজেলায় ৪৯ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও অবহেলিত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের কাজ শুরু করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং প্রাণিজ আমিষের যোগানে মাছের যেকোনো প্রজাতির তুলনায় ইলিশের অবদান সবচেয়ে বেশি। ইলিশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী ১ হতে ৭ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
বিএ/আরআইপি