ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করার সুযোগ

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০১ এপ্রিল ২০১৫

এখন থেকে ঘরে বসেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ পেশ করতে পারবেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্বোধন করা নতুন ওয়েবসাইটে এ সুযোগ রাখা হয়েছে। অনলাইনে পাঠানো অভিযোগ সত্য ও তথ্যবহুল হলে আমলে নেওয়া হবে।
 
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মো. বদিউজ্জামান অনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, ড. নাসিরউদ্দীন আহমেদ, মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জিআইজেড প্রতিনিধি কারিশমা, দুদকের সিস্টেম অ্যানালিস্ট রাজীব হাসান প্রমুখ।
 
কমিশনের নতুন ওয়েবসাইট www.acc.org.bd। এতে দুদকের পরিচিতিসহ দুর্নীতি দমন ও প্রতিরোধ সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে। পর্যায়ক্রমে এতে আরও তথ্য সরবরাহ করা হবে।
 
অভিযোগ দায়েরের পদ্ধতি :
 
দুদকের তফসিলভুক্ত অপরাধের বিবরণসহ কমিশনের চেয়ারম্যান/বিভাগীয় পরিচালক ও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর পাঠাতে হবে। এর মধ্যে অভিযোগের বিবরণ ও সময়কাল,  অভিযোগের তথ্য-উপাত্ত ও বিবরণ,  অভিযুক্ত ব্যক্তির নাম, পদবি ও ঠিকানা, অভিযোগকারীর (যদি থাকে) নাম-ঠিকানা, টেলিফোন নম্বর দাখিল করতে হবে।

বিএ/এসএস