কারাগারে গুরুত্বপূর্ণ অবদানে পুরস্কৃত করলো অধিদফতর
কারা সপ্তাহের উদ্বোধনী দিনে ছয়টি ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কারাগারের ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে কারা অধিদফতর। রোববার গাজীপুরে কাশিমপুর কারাগারে কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
পুরস্কৃত বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে- সর্বোচ্চ উৎপাদনশীল কারাগার, উদ্যোমী কর্মকর্তা, উদ্ভাবনী কর্মকর্তা ও বেস্ট স্টাফ অফিসার।
কারা অধিদফতরের এআইজি (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে জানান, বন্দিদের দ্বারা উৎপাদিত পণ্যে সর্বোচ্চ উৎপাদনশীল কারাগার হিসেবে পুরস্কৃত হয় যশোর কারাগার। উদ্যোমী কর্মকর্তা হিসেবে রাজশাহী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন ও গাজীপুর কারাগারের জেলার ফোরকান পুরস্কৃত হয়েছেন।
এছাড়া উদ্ভাবনী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন নড়াইল জেলা কারাগারের জেলার এ কে এম মাসুম ও টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মঞ্জুর হোসেন, বেস্ট স্টাফ হিসেবে পুরস্কার পান নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. আসাদুর রহমান।
এমইউ/আরএস/আরআইপি