সাক্ষাৎ শেষে কারাগারে ফিরেছেন জেল সুপার
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় কারাগারে ফিরে এসেছেন জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী।
এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করা কপি কারাগারে পৌঁছানোর পর তিনি ফাইলপত্র নিয়ে আইজি প্রিজনের অফিসে যান।
বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রায়ের কপিটি কারাগারে পৌঁছায়। ঢাকা মেট্রো-চ ৫৩-৮১২১ নামের একটি গাড়িতে করে ট্রাইব্যুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আহমেদ ও ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আকতারুজ্জামানসহ ছয়জনের একটি দল রায়ের কপি কারাগারে পৌঁছে দেন।
এর আগে বিকেল পৌঁনে ৫টায় সুপ্রিমকোর্ট থেকে ট্রাইব্যুনালে পৌঁছায় রায়ের কপিটি। কপিটি ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অরুণাভ গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের উপ-রেজিস্ট্রার মেহেদী হাসান এটি ট্রাইব্যুনালে নিয়ে আসেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, রায়ের কপি আমাদের কাছে এসে পৌঁছেছে। কপি কামারুজ্জামানকে পড়ে শোনানো হবে। শুনে তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।
এএইচ/একে/আরআই