ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আম গাছের দখল নিতে গোলাগুলি

প্রকাশিত: ১১:০৪ এএম, ০৯ এপ্রিল ২০১৫

রাজধানীর দারুসসালাম থানাধীন মাজার রোড এলাকায় আম গাছের দখল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নাইমুর রহমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, নাইমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তালিম নামের এক যুবককে আটক করে থানায় নেয়া হয়েছে।

জেইউ/এএইচ/বিএ/আরআইপি