রাজধানীতে চোরাই গার্মেন্টসপণ্যসহ দুই বিদেশি আটক
রাজধানীর পিংক সিটির তিনটি দোকানে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের চোরাই গার্মেন্টসপণ্যসহ পাকিস্তানি ও ভারতীয় দুই নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করে।
আটককৃতরা হলেন পাকিস্তানি নাগরিক মুহাম্মাদ কাজ্জাফ। তার পাসপোর্ট নম্বর-এএ৪৮৮২১১২ ও ভারতের নাগরিক আসিফ হাসান। তার পাসপোর্ট নম্বর-কে৪৮৪৩৫৮১।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার ইফতেখারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। আটককৃতরা ওয়ার্ক পারমিট ও ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়াই রাজধানীতে ব্যবসা করে আসছিলেন।
তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/পিআর