ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিরামপুরে ৩০০ বোতল ফেনসিডিলসহ গাড়ি আটক

প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৭ মার্চ ২০১৭

দিনাজপুর জেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ একটি গাড়ি আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিরামপুর উপজেরার কাটলা নামক স্থান ওই ফেনসিডিলসহ গাড়ি আটক করে পুলিশ।

বিরামপুরর সার্কেলেরর সিনিয়র সহকারী পুলিশ এএসএম হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ গাড়িটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চালক সবুজ চৌকিদার।

হাফিজুর রহমান জানান, পলাতক সবুজ চৌকিদারের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। তার নামে ঘোড়াঘাট থানায় মাদক আইনে আরও একটি মামলা রয়েছে।

জেইউ/বিএ