ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মিজারুল কায়েসের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

প্রকাশিত: ০৮:২২ এএম, ১৩ মার্চ ২০১৭

সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস ও আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক জানানো হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।

গত শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজারুল কায়েসের। এর আগে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে গত ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি হন মিজারুল কায়েস। ওইদিন থেকে তিনি হাসপাতালটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।

গত শনিবার মাল্টি অরগ্যান ফেলিউরের কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী দু’একদিনের মধ্যে মিজারুল কায়েসের মরদেহ দেশে আনা হবে।

মিজারুল কায়েস ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন তিনি। পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার আগে ও পরে তিনি যুক্তরাজ্য ও মালদ্বীপে হাইকমিশনার এবং রাশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

এদিকে, আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই সপরিবারে যুক্তরাষ্ট্রে প্রবাসী আরিফুল হক গত শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের ডালাস শহরের সাইথ ওয়েস্টার্ন ইউনির্ভাসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার হয়েছিল ৫৬ বছর।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমইউএইচ/এসআর/জেআইএম