ঝড়-বৃষ্টিতে পণ্ড হবে না পহেলা বৈশাখ
আকাশের মুখভারে পহেলা বৈশাখের আনন্দ মাটি হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর দিয়েছে এই সুখবর।
মঙ্গলবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিনে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
এসআরজে