ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে: মির্জা আজম

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৬ মার্চ ২০১৭

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  মির্জা আজম বলেছেন,  মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। এটা বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল। এ সংগ্রামের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।

রোববার রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর  কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিতুমীর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা , সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা আজম বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা  বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, তারা কখনও সফল মানুষ হতে পারবে না।  তাই নিজের ইতিহাস জানতে হবে আগে।’

দেশপ্রেম নেই বলেই বর্তমানে দেশে জঙ্গি ও  সন্ত্রাসবাদ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী বলেন , যে ছাত্র মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে সে কখনও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়াবে না।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  একাত্তরের ঘাতক দালান নির্মূল কমিটির সভাপতি  শাহরিয়ার কবির।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাছেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান উপস্থিত ছিলেন।

এইচএস/এমএমএ/আরআইপি

আরও পড়ুন