ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাগুরা-১ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ১১:২৬ এএম, ২০ এপ্রিল ২০১৫

মাগুরা-১ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে নির্বাচন কমিশনে এই তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল মোতাবেক আগামী ৩০ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ৩০ এপ্রিল, যাচাই বাছাই হবে ৪ মে, আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।

জানা গেছে, মাগুরা-২ আসনের সরকার দলীয় সাংসদ সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা যাবার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এইচএস/আরএস/আরআই