ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় ‘এশীয়-আফ্রিকা শীর্ষ সম্মেলন’এ যোগ দিতে আজ (মঙ্গলবার) সকাল ১০টায় ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও একটি প্ল্যানারি সেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ২২ এপ্রিল থেকে তিন দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ১৮টি এবং আফ্রিকার ১০টি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন। সম্মেলনে যোগদান শেষে ২৩ এপ্রিল তিনি দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গী হচ্ছেন ৫৯ জন। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ীদের ৭ প্রতিনিধিকে সম্মেলনে নিজ খরচে নিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া সরকার।
এ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।
এএইচ/এমএস