ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইয়েমেন থেকে দেশে ফিরলেন আরও ১৩৬ জন

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০১৫

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। জিবুতি থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারা।

এর আগে ইয়েমেনে দেশে ফিরতে নিবন্ধিত হয়েছেন ৫০৮ জন, যাদের মধ্যে দু’দফায় ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন ৩৩৭ জন। এই ১৩৬ জন ছাড়াও এর আগে দু`দফায় ইয়েমেন থেকে ৩৩৭ জনকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ পর্যন্ত আমরা ৫৩৭ জনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। তিনি বলেন, সুদানে ১০ এবং ইয়েমেনের সানায় আরও ৪০ জন বাংলাদেশি নিরাপদে আছেন, তাদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ এপ্রিল যুদ্ধ চলাকালীন ভারতীয় যুদ্ধজাহাজ (আইএনএস) সুমিত্রা ১৩৬ জনকে নিয়ে আফ্রিকার জিবুতি নামক একটি দেশে তাদের নিরাপদে আশ্রয় করে দেয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ইয়েমেনে অবস্থানরত ৭০০ থেকে ৮০০ বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত দেশে ফিরতে নিবন্ধিত হয়েছেন ৫০৮ জন।

তবে কিছু বাংলাদেশি ইয়েমেনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকায় দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এআর/একে/বিএ/আরআইপি