ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালাল বিমানবন্দরে জীবন ফিরে পাওয়ার আনন্দ

প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২১ এপ্রিল ২০১৫

সিভিল এভিয়েশন কর্মকর্তারা বলছিলেন ভেতরে গিয়ে লাগেজ সংগ্রহ করতে। তবে তারা মানছিলেন না, সাংবাদিকদের কাছে মেলে ধরছিলেন তাদের উচ্ছাস আর আনন্দের কথা, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে আসার কথা।

যুদ্ধবিক্ষুব্ধ ইয়েমেন থেকে পালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে জিবুতি হয়ে দেশে ফেরা বাংলাদেশিরা সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন আনন্দ, উচ্ছাস, আবেগ।



আর সে আনন্দেরই এক আবেগঘন দৃশ্য রচিত হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশের মাটিতে পা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন তারা। চোখে পানি আর মুখে ভয়ের ছাপ দেখা গেলেও নতুন করে জীবন ফিরে পাওয়ার আনন্দ সাংবাদিকদের তারা বলছিলেন আগ্রহের সঙ্গে।



পরিবারের সদস্যদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ কেউ। তবে সব আবেগকে ছাপিয়ে জীবন ফিরে পাওয়ার আনন্দ ছিল সবার ওপরে।



ইয়েমেন ফেরত মো. ইসমাইল জাগো নিউজকে বলেন, ‘দেশে ফিরে আসা প্রত্যাশার বাইরে। কখনো ভাবিনি জীবিত ফেরত আসবো। অনেক অনেক খুশি।’

ফিরে আসা আল-আমিন জাগো নিউজকে বলেন, ‘মন অনেক ভালো। কত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যুদ্ধ জয় করে এসেছি।’

একইরকম আবেগ আর উচ্ছাস ঝালকাঠির তানভীর, আর নারায়ণগঞ্জের হালিমার চোখে-মুখেও।

তিনদফায় এপর্যন্ত ইয়েমেন থেকে সরকারি খরচে ৪৮৭ জনসহ সর্বমোট ৫৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলো। এছাড়াও ১০ জন সুদানে এবং ৪০ জন বাংলাদেশি সানাতে নিরাপদ স্থানে রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে তাদের ফিরিয়ে আনা হবে বলে বিমানবন্দরে সাংবাদিকদের জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, “ইয়েমেনে অবস্থানরত ৭০০ থেকে ৮০০ বাংলাদেশির মধ্যে এপর্যন্ত দেশে ফিরতে নিবন্ধিত হয়েছেন ৫০৮ জন।”

তবে কিছু বাংলাদেশি ইয়েমেনে কাজ থাকায় দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এআর/এসআরজে