ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ. নিকোলায়েভ সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার পরিবহন পুল ভবনে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
সাক্ষাতকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা হয়। রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশে উন্নয়নের প্রশংসা করেন।
এসময় রাশিয়ান রাষ্ট্রদূত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে এ বছরের ১০ মে রাশিয়ান সেন্টার অব সাইন্স অ্যান্ড কালচার, ঢাকায় রাশিয়ান দূতাবাস আয়োজিত গোল টেবিল বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে যোগদানের আমন্ত্রণ জানান।

একে/আরআইপি