ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাকুরার গেটে পুলিশের হ্যান্ডকাফ

প্রকাশিত: ০৯:২০ এএম, ২৪ এপ্রিল ২০১৭

রাজধানীর শাহবাগ থানাধীন পরিবাগের সাকুরা বারে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে বারের গেটে তালার সঙ্গে পুলিশের হ্যান্ডকাফ ঝুলিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার ডিসিসি পরিবাগ সুপার মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাকুরা বারে প্রধান গেট বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হয়। সেই সঙ্গে পুলিশের হ্যান্ডকাফ দিয়ে গেটটি আটকে রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর বেশকিছু সদস্য বারের সামনে মোতায়েন করা হয়েছে।

Sakura

এদিকে মার্কেটের মালিক সমিতি সূত্রে জানা যায়, রোববার রাতে ওই হত্যাকাণ্ড ঘটার পরই সাকুরা বারের ম্যানেজার মোস্তফা কামাল ও তার ছেলে ড. আশিফকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে বারের কর্মচারীদেরও নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, সাকুরা বার কাল রাত থেকে বন্ধ রাখা হয়েছে।

Sakura

স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সাকুরা বারের পেছন দিক থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

Sakura

পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার খাতায় নিহতকে অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বয়স ৩২ বছর লেখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এআর/এসআই/এমএস

আরও পড়ুন