ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০২:২৫ এএম, ২৫ এপ্রিল ২০১৭

পাবনার শালগাড়িয়া মহল্লার মেরিল বাইপাস এলাকায় বকুল সরকার ওরফে কালা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কালা পাবনা সদর উপজেলার শালগাড়িয়া বাগানপাড়া মহল্লার আকুব্বার সরকারের ছেলে।

পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় কালা পাবনায় নির্মিতব্য নতুন রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে হত্যার কারণ জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

একে জামান/আরএআর/জেআইএম