সেক্টর কমান্ডার নুরুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
আজ ৬ মে, মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নুরুজ্জামান, বীর উত্তমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
মুক্তিযুদ্ধ শুরুর কয়েক বছর আগে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিলেও ২৫ মার্চের গণহত্যা তাকে রণক্ষেত্রে স্বভূমিকায় নিয়ে আসে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সংগঠক ছিলেন তিনি।
১৯২৫ সালের ২৪ মার্চ যশোর জেলায় রাধীদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি নুরুজ্জামান প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ হিসেবেও সক্রিয় ছিলেন।
২০১১ সালে ৮৬ বছর বয়সে মারা যান কাজী নুরুজ্জামান।
এনএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে