ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনিসুল-সাঈদের শ্রদ্ধা

প্রকাশিত: ১০:০০ এএম, ০৬ মে ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। বুধবার দুপুরে শপথ নেওয়ার পরই তারা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মেয়রদের সঙ্গে দুই সিটি কর্পোরেশেন নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, আমরা সবার বিশ্বাস নিয়ে কাজ করবো। আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি- নিজেদের শ্রেষ্ঠ কাজটি করার চেষ্টা করবো।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র আ জ ম নাছিরকে সকাল সাড়ে ১০টায় শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

একে/আরআই