মেয়রের বাড়িতেও মশার আক্রমণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, মশা নিয়ে সমস্যায় আছি। মেয়রের বাড়িতেও মশা আক্রমণ করে। আগের বছরের চেয়ে তিনগুণ বেশি বাজেট বাড়িয়েছি। কিন্তু কাজ হয় না।
সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর উপলক্ষে এক মতবিনিময়র সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন।
সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ‘ঢাকা উত্তর সিটি প্রচেষ্টার দুই বছর’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মশার উৎপাত বেড়েছে। আগের বছরের চেয়ে এ বছর তিনগুণ বরাদ্দ বাড়িয়েছি। মশা মেয়রের বাড়িতেও আক্রমণ করে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের বাজাবে মেয়র বলেন, কোনো রাস্তা ছোট করা হয়নি বরং ফুটপাত বড় করা হয়েছে। ২৩টি খাল রয়েছে, যেগুলো আজ খুঁজে পাওয়া যায় না। খাল রক্ষার দায়িত্ব আমাদের নয়। এটা ডিসি ও ওয়াসা করে। এরপরও আমরা তাদের সঙ্গে বারবার বসেছি।
নিজের সফলতার কথা বলতে গিয়ে বলেন, সবেমাত্র ৩০ শতাংশ কাজ করেছি। আরও অনেক কাজ বাকি রয়েছে। এ বছর অনেক বাজেট পেয়েছি। এখন প্লান করছি। ধরে ধরে সামনে কাজ করা হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএস/এসএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩১১৪টি
- ২ হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক
- ৩ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ৪ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৫ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির