আপনার পেছনে দুটো শক্তি আছে, এগিয়ে যান
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে উদ্দেশ্য করে বলেছেন, ‘মেয়র আপনার পেছনে দুটি শক্তি আছে। আপনি এগিয়ে যান। সোমবার দুপুরে অনেকটা হাস্যরস করে নগর ভবনে মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর উপলক্ষে এক মতবিনিময়র সভায় প্রশ্ন উত্তর পর্বে তিনি এ কথা বলেন।
সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ‘ঢাকা উত্তর সিটি প্রচেষ্টার দুই বছর’শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।
নিজের বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করার পর বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ শীর্ষ ব্যক্তিরা মেয়রকে বিভিন্ন প্রশ্ন করেন। মঞ্চে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত রয়েছেন দেখতে পেয়ে মেয়র আনিসুল হক তাকে কিছু বলার জন্য অনুরোধ করেন। প্রথমে মতিউর রহমান কিছু বলতে না চাইলেও এক পর্যায়ে মাইক নিয়ে মতিউর রহমান হাস্যরস করে বলেন, ‘মাননীয় মেয়র আপনার পেছনে দুটো শক্তি আছে। আপনি এগিয়ে যান।’ এ সময় সভায় উপস্থিত অনেকেই হেসে উঠেন।
জবাবে আনিসুল হক বলেন, ‘আমার দুটো শক্তি। এক, আমি যেহেতু রাজনৈতিক ম্যান্ডেড নিয়ে নির্বাচিত হয়েছি এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে চলতে হয় সেহেতু রাজনীতি আমার একটা শক্তি। অন্য শক্তি হচ্ছে, আমার জনগণ এবং আপনারা। আপনারাই আমার দ্বিতীয় শক্তি। এর বাইরে আমার কোনো শক্তি নেই।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএস/ওআর/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩১১৪টি
- ২ হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক
- ৩ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ৪ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৫ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির