চলতি বছরই সরবে কারওয়ান বাজারের কাঁচাবাজার
কারওয়ানবাজারের কাঁচাবাজার ডিএনসিসির জন্য ৪০ থেকে ৫০ বছরের একটি বিষফোড়াঁ উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, চলতি বছরের মধ্যেই কারওয়ানবাজার থেকে কাঁচাবাজার সরানো হবে।
সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর উপলক্ষে এক মতবিনিময়র সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন।
সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ‘ঢাকা উত্তর সিটি প্রচেষ্টার দুই বছর’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করেন মেয়র আনিসুল হক।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, কারওয়ানবাজার ডিএনসিসির জন্য ৪০ থেকে ৫০ বছরের একটি বিষফোড়াঁ। গত ১৫ বছর ধরে ডিএনসিসির সঙ্গে নেতাদের আলাপ-আলোচনা চলছে। কিন্তু বাজারটি সরাতে পারিনি। ইতোমধ্যে এর ২৩ বিঘা জমির মধ্যে পাঁচ বিঘা মুক্ত করেছি। বাকি ১৮ বিঘার মধ্যে ১৪ থেকে ১৫ বিঘা জমি অল্প সময়ের মধ্যে খালি হয়ে যাবে। এরপর এ বছরের মধ্যেই এ বাজার সরিয়ে ফেলা হবে।
এমএসএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩১১৪টি
- ২ হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক
- ৩ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ৪ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৫ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির