শাহবাগে বাসের ধাক্কায় নিহত ১
রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে বাসের ধাক্কায় আমেনা বেগম (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী।
নিহত আমেনা বেগমের ছেলে আজিজুল ইসলাম পিন্টু জানান, সোমবার সকালে সিএনজি চালিত অটোরিকশা করে তার মা ও ভগ্নিপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তারা রূপসী বাংলা হোটেলের সামনে পৌঁছালে তাদের বহনকৃত সিএনজি চালিত অটোরিকশাটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন।
এ সময় রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন কান্তি তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় আমেনা বেগম মারা যান। ইকবাল হোসেন ১০ নং ওয়ার্ডে ভর্তি আছেন।
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার