ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ০৯:১৪ এএম, ১১ মে ২০১৫

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির চর্চা-গবেষণাসহ উচ্চ শিক্ষার জন্য সিরাজগঞ্জে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন, ২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে চারুকলা, নাট্য ও নৃত্যে বেশি জোর দেয়া হবে। তবে কৃষি, আইন, ইঞ্জিনিয়ারিং-সহ অন্যান্য বিষয়গুলোও থাকবে।’ গত শুক্রবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএ/এআরএস/একে/আরআইপি/আরআই