জামিন পেয়েই যুবদল নেতার মৃত্যু
প্রতীকী ছবি
জামিন পেয়ে বাসায় যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পরলেন রাজধানীর মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য নূরুল হক (৪৫)। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারাগার থেকে গাড়িতে করে বাসায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। নূরুল হকের বাবার নাম মোজাম্মেল হক। থাকতেন ২৯৮ পশ্চিম শেওড়াপাড়া মিরপুর।
নূরুল হকের ছোটভাই রেজাউল জাহাঙ্গীর জানান, গত ২২ মার্চ মিরপুর থানা পুলিশ নূরুল হককে আটক করে একটি পুরনো মামলায় গ্রেফতার দেখায়।
ওই মামলায় মঙ্গলবার জামিন পেয়েছিলেন তিনি (নূরুল হক)। জামিন পেয়ে কারাগার থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতেই বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় সঙ্গে থাকা স্বজনরা ওই গাড়িতে করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএইচএস/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে