বাংলাদেশ বিমান ক্যাটারিংয়ের নিয়োগ স্থগিত
বিমানের লোক নিয়োগের প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ থাকার কারণে শেষ পর্যন্ত স্থগিত করা হলো বাংলাদেশ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সব ধরনের নিয়োগ। মঙ্গলবার বিমান ম্যানেজমেন্টের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
জানা যায়, সম্প্রতি এভিয়েশন নিউজ পত্রিকায় বিজ্ঞাপন ছাড়াই বিএফসিসিতে জুনিয়র অপারেশন অ্যাসিস্ট্যান্ট, ভেহিকেল অপারেটর, বেকার হেলপার, প্যান্ট্রিম্যান ও কিচেন হেলপার পদে লোক নিয়োগ করা হবে মর্মে একটি রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টের পরই মন্ত্রণালয় ও বিমানের শীর্ষ ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত দেন।
বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার বিএফসিসিতে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এভিয়েশন রিপোর্টে বলা হয় লোক নিয়োগের বিজ্ঞাপন বিএফসিসির ফটকে টাঙিয়েই শুধুমাত্র চাকরি প্রার্থীদের জানানো হয়। আর কোথাও এ বিজ্ঞাপন দেওয়া হয় না। দেশের সাড়ে তিন কোটি বেকারের মধ্যে যাঁরা কেবল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বিএফসিসির অফিসে যাবেন তাদের পক্ষেই জানা সম্ভব হবে শতাধিক পদে লোক নিয়োগের এ তথ্য।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বিমানের সাংগঠনিক কাঠামো প্রণয়নের কাজ চলছে। আশা করি, শিগগিরই তা চূড়ান্ত হবে।’
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহমাতুল মুনিম এক তদন্ত প্রতিবেদনে বিমানের লোক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, বিমানে এমনভাবে বিধিবিধান করে নেওয়া হয়েছে, যেখানে প্রকৃত মেধাবীরা কম সুযোগ পাচ্ছেন।
এসকেডি/একে/আরআই