সদরঘাটে যাত্রীসহ ট্রলারডুবি
ফাইল ছবি
রাজধানী ঢাকার সদরঘাটে ফেরি পারাপারে ব্যবহৃত একটি ট্রলার বেশ কয়েকজন যাত্রীসহ ডুবে গেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সদরঘাটের ইস্পাহানি গার্ড এলাকা থেকে ট্রলারটি নিখোঁজ হয় বলে ফায়ার সার্ভিস সদর দফতরে দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যাত্রীসহ ট্রলারডুবির খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, সোমবার দিবাগত রাত রাত সোয়া ১টার দিকে কয়েকজন যাত্রীসহ ট্রলারটি নিখোঁজ হয়।
খবর পেয়ে রাতেই ফেরি পারাপারে যাত্রী বহনকারী নিখোঁজ যাত্রীবাহী ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ শুরু করেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন মেজর শাকিল নেওয়াজ।
তিনি বলেন, আমরা এখনো আহত বা নিহতের কোনো খবর পাই নি।
জেইউ/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঢামেক তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আলী সম্পাদক রুহুল
- ২ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
- ৩ প্রশাসন হাদির খুনীকে ধরতে পারে না অথচ জামায়াত-বিএনপিকে ঠিকই ধরেছে
- ৪ ওসমান হাদির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফরিদা আখতার
- ৫ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা ছিলেন