এইচআরডব্লিউকে সতর্ক করল ট্রাইব্যুনাল
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে ভবিষ্যতে কোনো মন্তব্য করা থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে মন্তব্য করায় গত বছরের ১৬ আগস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই রুল দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে দেওয়া আদেশে ট্রাইব্যুনাল বলেন, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে আদালত অবমাননা হয়েছে। তবে প্রথমবার হওয়ায় তাদের শুধু সতর্ক করা হলো। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।
গত বছরের ১৬ আগস্ট এইচআরডব্লিউ `বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস` শীর্ষক ওই বিবৃতিতে দাবি করে, গোলাম আযমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারের মানদণ্ড মানা হয়নি।
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩১১৪টি
- ২ হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক
- ৩ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ৪ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৫ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির