ঈদ-পূজায় ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার নির্দেশ
ফাইল ফটো
জনদুর্ভোগ কমাতে ঈদ ও পূজায় আগামী ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশের সব সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা রেস্টুরেন্টে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদুল আজহা ও পূজা উপলক্ষে জনদুর্ভোগ কমিয়ে আনতে ১ থেকে ১১ অক্টোবর পর্যরন্ত দেশের সব সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌ-পরিবহন মন্ত্রী শাজাজান খান, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশ মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারসহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব, দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপিসহ পরিবহন সংশ্লিষ্টরা।
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩১১৪টি
- ২ হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক
- ৩ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ৪ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৫ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির