শাহ আমানত বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টললেট থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ওজনের ২৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটের টয়লেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল। তিনি আরও জানান, রিজেন্ট এয়ারের একটি ফ্লাইট সন্ধ্যা ৬টায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিমানে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮কোজি ওজনের ২৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১২ কোটি টাকা বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার।
সর্বশেষ - জাতীয়
- ১ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার হওয়া গভীর দায়িত্বের বিষয়
- ২ খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর
- ৩ জীবিতকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
- ৪ যশোর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সাবিরা সুলতানা
- ৫ সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া: মাহফুজ আনাম