খিলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে ছেলে নিহত, বাবা আহত
রাজধানীর খিলগাঁওয়ে বাবা ও ছেলেকে গুলি করেছে সন্ত্রাসীরা। এতে ছেলে সায়েম নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা ইসরাফিলকে (৫৫) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার এসআই লিয়াকত আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের গোরান এলাকার শান্তিনগর হাইস্কুলের সামনের রাস্তায় সন্ত্রাসীরা বাবা ইসরাফিল ও ছেলে সায়েমকে গুলি করলে তারা গুরত্বর আহত হন। প্রথমে তাদেরকে খিলগাঁও খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে ছেলে সায়েমের মৃত্যু হয়। তার বাবাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
জানা গেছে, গুলিবিদ্ধ ইসরাফিল একজন ডলার ব্যবসায়ী। সন্ত্রাসীরা গুলি করে তার কাছে ৪৮ লাখ টাকা নিয়ে গেছে।
সর্বশেষ - জাতীয়
- ১ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার হওয়া গভীর দায়িত্বের বিষয়
- ২ খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর
- ৩ জীবিতকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
- ৪ যশোর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সাবিরা সুলতানা
- ৫ সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া: মাহফুজ আনাম