ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য টিআইবির সুপারিশ

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৮ মে ২০১৫

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সুপারিশমালা তুলে ধরে বলেছেন, খাত অনুযায়ী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ, নির্বাচনী ব্যয় পরিবীক্ষণের বিধান এবং ব্যয় সংক্রান্ত দাখিলকৃত রিটার্ন যাচাই-বাছাই এবং প্রার্থীর হলফনামায় প্রদত্ত তথ্যের সঠিকতা নিশ্চিতকল্পে সিটি কর্পোরেশন নির্বাচনী আইনের ব্যাপক সংস্কার ও তা হালনাগাদ করতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ টিআইবির কার্যালয়ে ‘ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫ : প্রক্রিয়া পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ সুপারিশমালা তুলে ধরেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান সদ্যসমাপ্ত সিটি নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনী বিধি লঙ্ঘণ করে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। জালিয়াতির ভোট পক্ষেও পড়েছে বিপক্ষেও পড়েছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল। নেতৃত্বের দুর্বলতার কারণে নির্বাচন কমিশন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, দলীয় সরকারের আমলে দলীয় দৃষ্টিভঙ্গির কারণে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আবার সরকারও যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে তাতে মনে হয় না তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি তারা সামনে আনবেন।

এক্ষেত্রে সবার চোখ এখন ২০১৯ সালের নির্বাচনের দিকে। সে নির্বাচনে যদি দলীয় সরকারের অধীনেই হয় তবে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। তবে নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোভাব নিরপেক্ষ হলেই কেবল সম্ভব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুপারিশে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, খাত অনুযায়ী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ, নির্বাচনী ব্যয় পরিবীক্ষণের বিধান এবং ব্যয় সংক্রান্ত দাখিলকৃত রিটার্ন যাচাই-বাছাই এবং প্রার্থীর হলফনামায় প্রদত্ত তথ্যের সঠিকতা নিশ্চিতকল্পে সিটি কর্পোরেশন নির্বাচনী আইনের ব্যাপক সংস্কার ও তা হালনাগাদের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গ প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে নির্বাচনী বিধির আওতায় আনার সুপারিশ করে যোগ্যতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্বপালনে সক্ষম ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া সর্বোপরি ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) পদ্ধতি চালুর জোর দাবিও জানায় টিআইবি।

# সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৮ শতাংশ প্রার্থীই বিধি লংঘন করেছে

জেইউ/এসকেডি/বিএ/আরআই