ট্রাক উল্টে নিহতের ঘটনা হৃদয়বিদারক ও মর্মস্পর্শী : স্পিকার
ফাইল ছবি
রংপুরের পীরগঞ্জের বড়দরগায় ট্রাক উল্টে ১৭ জন পোশাক শ্রমিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
এক শোক বাণীতে স্পিকার বলেন, রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৭ জন পোশাক শ্রমিকের প্রাণহানি ও আহতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এ মৃত্যু অপ্রত্যাশিত ও অপূরণীয়। তিনি হতাহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া ট্রাক উল্টে হতাহতের ঘটনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচএস/ওআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ২ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৩ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৪ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
- ৫ নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন