ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্যবসা-বাণিজ্যের প্রসারে সঠিক পরিমাপ ও মানসম্মত পণ্য গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৯ মে ২০১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে সঠিক পরিমাপ ও মানসম্মত পণ্য উৎপাদন গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশ্বের অন্যান্য দেশের মান সংস্থার মতো জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন করছে জেনে আমি আনন্দিত।

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে মঙ্গলবার প্রদত্ত বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি জানতে পেরেছি এ বছরের ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘোষিত এবং ইউনেসকো আয়োজিত আন্তর্জাতিক ‘আলোকবর্ষ’ এর সাথে সমন্বিতভাবে উদ্যাপিত হচ্ছে। ফলে দিবসটির গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

মো. আবদুল হামিদ বলেন, মানুষের প্রাত্যহিক জীবনে আলোক প্রযুক্তির প্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিকল্প শক্তির উৎস হিসেবে সৌরশক্তির ব্যবহার আধুনিক আলোক প্রযুক্তির উৎকর্ষতা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কম। বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার ও বিকল্প বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বাড়তি বিদ্যুতের চাহিদা মোকাবিলা করা সম্ভব।

রাষ্ট্রপতি বলেন, মানুষ তার নিজস্ব মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আলোক প্রযুক্তির উৎকর্ষতা সাধনে নতুন নতুন কৌশল উদ্ভাবনে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ওজন ও পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগ্যাল মেট্রোলজি (ওআইএমএল) এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েট অ্যান্ড মেজার্স (বিআইপিএম) এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মাপ ও আলো’। প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, দিবসটি উদযাপনের মধ্য দিয়ে পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ ও পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি, মেধা ও ইচ্ছাশক্তির সমন্বয়ে জনগণ পরিমিত বিদ্যুৎ ব্যবহার ও আন্তর্জাতিক মানের পরিমাপ ব্যবহারের মাধ্যমে কাঙ্খিত অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে।

রাষ্ট্রপতি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই যথাযথ ভূমিকা রাখবে এটাই সকলের প্রত্যাশা।

এছাড়া বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

আরএস/আরআইপি