বিশ্ব মান দিবস আজ
বিশ্ব মান দিবস বা মেট্রোলজি দিবস আজ। ‘পরিমাপ ও আলো’-এই স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো দেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডও লাগানো হয়েছে। বিএসটিআই থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম -এর পরিচালক মার্টিন মিল্টন।
জেআর/এমএস