ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জনপ্রশাসন পদক পেয়েছেন যারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৪ জুলাই ২০১৭

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৭’ দেয়া হয়েছে। গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয়বারের মতো প্রবর্তিত এ পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিশেষ অতিথি ছিলেন।

যারা পেয়েছেন এ পদক:

ব্যক্তিগত পর্যায়ে সাধারণ ক্ষেত্রে পদক পেয়েছেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যুরো অব ম্যান পাওয়ার ট্রেনিংয়ের পরিচালক। সাধারণ প্রশাসন ব্যবস্থাপনায় তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে প্রথমেই পদক নেন এই কর্মকর্তা।

চাঁদপুরে জেলা প্রশাসক মো. আব্দুস সবুরের নেতৃত্ব ৬ সদস্য দলগত শ্রেণির পদক পেয়েছেন। চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্রকল্পে তারা পদক পান। পদকপ্রাপ্ত অন্যরা হলেন- চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান ও চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

কারিগরি শ্রেণিতে দলগত পদক পেয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ। অনলাইন বেতন ও পেনশন নির্ধারণ এবং সরকারি কর্মচারী ও পেনশনার ডাটাবেজ। এ প্রকল্পের দলনেতা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। অন্যরা হলেন যুগ্মসচিব হাবিবুর রহমান, এসইআইপি প্রকল্পের উপনির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. ফজলুল বারী, উপনির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, সহ নির্বাহী প্রকল্প পরিচালক (উপসচিব) আবু দাইয়ান মোহাম্মদ আহসান উল্লাহ ও অর্থ বিভাগের উপসচিব ঊর্মি তামান্না।

কারিগরি ক্ষেত্রে প্রতিষ্ঠানিক শ্রেণিতে পদক পেয়েছে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। প্রযুক্তি প্রসার ও ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলাপর্যায়েও জনপ্রশাসন পদক-২০১৭ প্রদান করা হয়েছে।

এমইউএইচ/জেএইচ/আরআইপি