উত্তীর্ণদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেওয়ার পর তিনি শিক্ষার্থীদের এ অভিনন্দন জানান।
পরে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাই জাতিকে উন্নত করার একমাত্র হাতিয়ার। তাই বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের আরো এগিয়ে যেতে হবে। বিএনপি-জামায়াতের আন্দোলন হরতালে বিঘিœত পরীক্ষার মাঝেও এই পাশের হার অর্জন একটি বড় কথা। তবে এই হার আরো বাড়াতে হবে।
উল্লেখ্য, আজ দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৮৭.০৪ শতাংশ।
এএইচ/এমএস