ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দ্রুত সকল জটিলতার নিরসন চায় প্রাথমিক শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৪ আগস্ট ২০১৭

সকল জটিলতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষিক পদে চলতি দায়িত্ব প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিক এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রধান শিক্ষকদের করসপন্ডিং (টাইমস্কেল) প্রদান পূর্বক ১০ গ্রেড বেতন নির্ধারণসহ দ্বিতীয় শ্রেণির গেজেটের মর্যদা প্রদান, সহকারী শিক্ষদের ১১তম গ্রেড বেতন প্রদান, সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত সর্বস্তরে দ্রুত সময়ের মধ্যে শতভাগ পদোন্নতি দেয়া।

এ ছাড়া দাবি আদায় না হলে আগামী ১৯ সেপ্টেম্বর সারাদেশের শিক্ষকদের সমন্বয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান এবং আগামী ১৯ অক্টোবর কেন্দ্রীয় শহিদ মিনানে শিক্ষকদের সমন্বয়ে মহাসবাবেশ ও গণঅনশনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/পিআর

আরও পড়ুন