বনানীতে শায়িত হবেন ফিরোজা বেগম
নজরুল সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ফিরোজা বেগমকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বুধবার বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এর আগে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত শহীদ মিনারে মৃতদেহ রাখা হবে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল গীতির কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম। তার বয়স হয়েছিল ৮৪ বছর। রাতে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়। দীর্ঘদিন থেকেই তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন। গত সোমবার থেকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে।
বুধবার সকাল ৮টায় অ্যাপোলো হাসপাতালের হিমঘর থেকে ফিরোজা বেগমের মরদেহ নেওয়া হয় তার ইন্দিরা রোডের বাসায়। সেখান থেকেই তাকে শহীদ মিনারে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩১১৪টি
- ২ হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক
- ৩ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ৪ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৫ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির